আষাঢ় মাস হতে শুরু করে কার্তিক মাস পর্যন্ত এই পাচ মাস আমাদের ইউনিয়নে বর্ষার পানি থাকে। এখানকার পানির উড়র নৌকা ভাসিয়ে এলাকার সৌন্দর্য্য সত্যিই উপভোগ করার মত । বর্ষাকালে এখানে প্রচুর পরিমান মাছ ধরা হয় । আমাদের ইউনিয়নের পুরুষ মানুষের মধ্যে হতে প্রায় ৭০ শতাংশ লোক বর্ষাকালে মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। বলা হয়ে থাকে এই অঞ্চলের মানুষ সব থেকে সুখি কারন এরা নদীর সকল সুফল ভোগ করে কিন্তু নদীর কোন ধ্বংশযগ্গ এখানকার মানুষকে দুর্ভোগে ফেলে না। বর্ষার কারনে এখানকার জমিতে পলি পরার ফলে ফসল বেশি উৎপন্ন হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস