০১-০৬-২০১৪ ইং তারিখে উধুনিয়া ইউনিয়নের অন্তর্গত গাড়েশ্বর গ্রামের জানিগাছা খালের উপড় এই ব্রীজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনাব তানভীর ইমাম মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৬৫সিরাজগঞ্জ, উল্লাপাড়া,৪। সাথে ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এ্যাড. মারুফ-বিন-হাবিব। এই সময় উধুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যগন, স্থানীয় গন্যমান্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও গাড়েশ্বর গ্রামের কেয়ার- সৌহার্দ্য-।। কর্মসূচীর গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ ও কেয়ার বাংলাদেশের কয়েকজন প্রতিনিধী উপস্থিত ছিলেন।
গাড়েশ্বর এবং বেলাই গ্রাম উন্নয়ন উন্নয়ন কমিটি (ভিডিসি)সদস্যগন, ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের সাথে যোগাযোগের মাধ্যমে এই খালটির উপর ব্রীজে নির্মানের সফলতা অর্জন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS